শিরোনাম
#পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দিতে নির্দেশ মহামান্য রাষ্ট্রপতির#
বিস্তারিত
মহামান্য রাষ্ট্রপতি ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ উপলক্ষে বঙ্গভবনে ২৮/০২/২০২৪ তারিখ বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধে শাহাদত বরণকারী, বিভিন্ন সময়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানকালে জীবন উৎসর্গকারী এবং করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী
সকল পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ, বঙ্গভবনের সচিবগণ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গভবনে উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক, পিপিএম অংশগ্রহণ করেন।